নিশি কাটে শিশি ঢেলে

লিখেছেন লিখেছেন এফ শাহজাহান ২২ জুন, ২০১৩, ০৭:০৫:২৪ সন্ধ্যা

নিশি কাটে শিশি ঢেলে

দিবালোকে মন্ত্রী

দেশপ্রেমী বেশ ধরে

নাচে ষড়যন্ত্রী ।

মহাসুখে দিন কাটে

মুখোশের আড়ালে

ঠিক তারে চেনা যায়

আয়নায় দাঁড়ালে।

বোকা ভেবে ধোকা দিয়ে

কতদিন চালাবে

তেড়ে আসে মজলুম

জলেমেরা পালাবে।

এসি রুমে কেঁচি মেরে

ফিতা কাটে আরামে

ঘাম ঝরে জনতার

নেতা বাঁচে আরামে।

বিষয়: বিবিধ

৯৭৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File